Tuesday, July 16, 2013

চুমু খাচ্ছেন? ভালো! এগুলো তাহ'লে একটু জেনে নিন!





চুমু কে না ভালোবাসে? ভালোবাসা প্রকাশের এর চেয়ে ভালো মাধ্যম প্রেমিক প্রেমিকার জানা আছে বলে মনে হয় না।


যা হোক। চুমুর কিছু কিছু ট্রিভিয়া বা মজার জিনিষ জানলে ক্যামন হয়?
                                                              পড়ুন!
১। ৬ জুলাই হচ্ছে আন্তর্জাতিক চুমু দিবস!
২। সাধারন চুমুতে প্রতি মিনিটে ২৫ ক্যালোরি এবং গভীর ভাবে চুমুতে ১০০ ক্যালোরি পর্যন্ত শক্তি প্রয়োজন!
৩। চুমু সম্বন্ধে যে বিদ্যা তার নাম Philematology!
৪। প্রেমিক প্রেমিকাদের মস্তিস্কে এক ধরনের নিউরন থাকে যা তাদেরকে অন্ধকারেও একজন আরেকজনের ঠোঁট খুজে পেতে সাহায্য করে!
৫। পৃথিবীর সবচে' দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩৩ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড! এটা করা হয়েছিলো ২০১০ সালের ভ্যালেন্টাইন ডে তে। এই যুগলের পরে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিতে হয়েছিলো। 
৬। সিনেমাতে সবচে' দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩ মিনিট পাঁচ সেকেন্ড্ । সিনেমার নাম You're in the Army Now (১৯৪১ সালের)।
৭। মূল ধারার এক সিনেমাতে সবচে' বেশী চুমুর রেকর্ড ১২৭ বার Don Juan (১৯২৭ সালের) সিনেমাতে!
৮। আমরা যেটাকে ফ্রেন্চ কিস হিসেবে জানি ফ্রান্স এ তার নাম Embrasser Avec la Langue ।
৯। পুরুষের কাছে পৃথিবীর সবচে' আকর্ষনীয় ঠোট? জরীপ অনুযায়ী এনজেলিনা জোলী
১০। চুমু খেতে ভয় পান? তবে আপনার Philematophobia হয়েছে!
এখন মজা করে চুমু খান!

No comments:

Post a Comment